বাবার নামে ছেলের মামলা !

০৭ জুলাই ২০২১

চট্টগ্রাম সংবাদদাতা:

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় নিজের মাকে কুপিযে জখম করায় বাবার নামে থানায় মামলা করেছে এক ছেলে। মামলার পরে পুলিশ বাবাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠিয়েছে। এর আগে মাকে কোপানোর পরে ইউএনওর কার্যালয়ে এসে চিৎকার-চেঁচামেচি করলে বাবাকে আটকের নির্দেশ দেন ইউএনও। কুপিয়ে জখম করার ঘটনাটি ঘটে মঙ্গলবার সন্ধ্যায়, উপজেলার শীলকূপ ইউনিয়নের মাইজপাড়া এলাকায়।

গ্রেফতার বাবার নাম জমিস উদ্দিন, তার স্ত্রীর নাম ইয়াসমিন আক্তার (৩৪)। ইয়াসমিন আক্তারকে প্রথমে বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হয়, পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মামলাটি করেছেন তাদের ছেলে আমান উল্লাহ।  

জানা যায়, জসিম উদ্দিন স্ত্রী ও ছেলেকে নি‌য়ে ওই এলাকায় ভাড়া বাসায় থাকেন। ঘটনার সময় স্ত্রীকে দা দি‌য়ে কু‌পি‌য়ে হাত, পা‌ ও শরী‌রের বি‌ভিন্ন অংশে জখম ক‌রে। আমান উল্লাহসহ প্রতিবেশিরা ইয়াসমিনকে বাঁশখালী উপজেলা হাসপাতালে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হলে সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আমান উল্লাহ ব‌লেন, আমার বাবা কয়েকদিন থে‌কে অসুস্থ ও মান‌সিকভা‌বে খারাপ অবস্থায় রয়েছে। আমি রাজ‌মিস্ত্রীর কাজ ক‌রি। খবর পে‌য়ে মা‌কে হাসপাতা‌লে নি‌য়ে যাই। মা’র অবস্থাও খুব খারাপ। বাঁশখালী থানার ওসি মোহাম্মদ সফিউল কবীর বলেন, আসামিকে প্রাথ‌মিক চি‌কিৎসা শেষে থানা হেফাজ‌তে রেখে আজকে আদালতে চালান করে দেয়া হয়েছে। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

 

দিলীপ কুমার তালুকদার/এমকে

 


মন্তব্য
জেলার খবর