মন্তব্য
ভোলা প্রতিনিধি
ভোলার চরফ্যাশন পৌর বিএনপি’র সভাপতি আলহাজ্ব নুরে আলম সিকদার মারা গেছেন। বুধবার রাত (মঙ্গলবার দিনগত) সাড়ে ১২ টার দিকে ঢাকায় ইম্পালস হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী দুই ছেলে ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রহী রেখে গেছেন। বুধবার বাদ আসর চরফ্যাশন থানা রোডে মহুমের বাস ভবনের সামনে জানাজার নামাজ শেষে তাকে দাফন করা হয়েছে।
এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য ও যুবদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
কামরুজ্জামান শাহীন/এমকে