মন্তব্য
ফ্রান্সে সৌদি যুবরাজের কর্মচারী হিসেবে কর্মরত ফিলিপিন্সের সাত নারী তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন। তাদের সৌদি আরবে নিয়োগ দেওয়া হয়েছিল।অভিযোগের বিষয়টি নিয়ে গভীরভাবে তদন্তে নেমেছে ফ্রান্সের আদালত। তবে যে যুবরাজের বিরুদ্ধে অভিযোগ তার নাম প্রকাশ করা হয়নি।
সাত নারীর অভিযোগ তাদের ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে দূরের একটি অ্যাপার্টমেন্টে রাখা হতো। যুবরাজের মালিকানাধীন ওই অ্যাপার্টমেন্টে তাদের সাথে আধুনিককালের দাসদের মতো আচরণ করা হতো। কয়েকজনকে ফ্লোরে ঘুমাতে হতো। ঠিকমতো খাবার দেয়া হতো না। কখনো কখনো ক্ষুধার কারণে তারা কাঁদতো।
মিডল ইস্ট আই ও লে প্যারিসিয়েন