প্রিন্সেস বাসমাহ জীবিত না মৃত?

০৮ জুলাই ২০২১

সৌদি আরবের প্রিন্সেস বাসমাহ বিনতে সৌদ বিন আবদুল আজিজ আল সৌদ কারাগারে জীবিত আছেন নাকি তাকে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে সেটি জানতে চায় পরিবার।  কারাবন্দি বাসমাহ ও তার মেয়ের অবস্থা জানাতে সৌদি সরকারকে চাপ দিতে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে আনুষ্ঠানিক আবেদন জানিয়েছে তার পরিবার।

সৌদি আরবের প্রিন্সেস বাসমাহ ও তার মেয়ে সেৌদ আল শারিফ গত বছরের ১৯ মার্চ থেকে নিখোঁজ।  তাদেরকে জেদ্দার বাসা থেকে আটক করে কারাবন্দি করে রাখা হয়েছে বলে দাবি পরিবারের।  সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কড়া সমালোচক ছিলেন বাসমাহ।  যুবরাজের বিরুদ্ধে মুখ খোলায় তাকে ও তার মেয়েকে আটক করা হয়।  

প্রিন্সেস বাসমাহ প্রয়াত বাদশাহ সৌদের ১০৮ সন্তানের মধ্যে সবচেয়ে ছোট এবং বর্তমান বাদশাহ সালমানের ভাতিজি। তিনি ও আলোচিত সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান চাচাত ভাই–বোন। তিনি একজন মানবাধিকার কর্মী হিসেবে পরিচিত। তিনি রাজতন্ত্রের সংস্কারের দাবিতে সোচ্চার ব্যক্তিদের একজন।

মিডল ইস্ট আই


মন্তব্য
জেলার খবর