ফের শতভাগ আসনে যাত্রী নেবে ট্রেন

০৭ ফেব্রুয়ারী ২০২২

আগামী ৯ ফেব্রুয়ারি (বুধবার) থেকে শতভাগ আসনে যাত্রী পরিবহন করবে ট্রেন। এ ক্ষেত্রে করোনা সম্পর্কিত স্বাস্থ্যবিধি পুরোটাই মেনে চলতে হবে ট্রেনের ভেতরে। বাংলাদেশ রেলওয়ের মহপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রাপ্ত তথ্যানুযায়ী, আন্তঃনগর সব ট্রেনের ক্ষেত্রে আগের মতোই ৫০ শতাংশ টিকিট কাউন্টারে এবং  বাকি ৫০ শতাংশ টিকিট অনলাইনে বিক্রি হবে। লোকাল ও মেইল ট্রেনের টিকিট কাউন্টারে পাওয়া যাবে।

প্রসঙ্গত, গত ১৫ জানুয়ারি থেকে ৫০ শতাংশ আসনে টিকিট বিক্রি করছে রেল।  চলতি বছরের শুরুতে করোনার সংক্রমণ বাড়তে থাকলে গণপরিবহনে ৫০ শতাংশ আসনে যাত্রী পরিবহনসহ সার্বিক চলাচল ও কর্মকাণ্ডের ওপর  বেশ কিছু বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

এমকে


মন্তব্য
জেলার খবর