নিজে সচেতন না হলে কেউই বাঁচাতে পারবে না

০৮ জুলাই ২০২১

বিদ্যমান করোনা সংকট মোকাবিলায়  দলমত নির্বিশেষে  সবারই সহযোগিতার মনোভাব থাকা জরুরি বলে মনে করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেছেন, নিজের সুরক্ষার জন্য নিজে সচেতন না হলে আমাদের কেউই বাঁচাতে পারবে না।

অভিন্ন শত্রু করোনা থেকে দেশ ও জনগণের সুরক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করার আহবান  জানিয়ে ওবায়দুল কাদের বলেন, করোনা সংক্রমণ ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে শহর থেকে গ্রামে, বাড়ছে অনাকাঙ্ক্ষিত মৃত্যু।

একটি মহল অবিরাম সরকারের অন্ধ সমালোচনা করেই যাচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, নিজের সুরক্ষায় সচেতন থাকার পাশাপাশি অন্ধ সমালোচনার বিপরীতে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসা প্রয়োজন। গঠনমূলক সমালোচনা থেকে শিক্ষা গ্রহণ করতে চায় সরকার। কিন্তু ঢালাও সমালোচনা এবং উদ্দেশ্যমূলক অপপ্রচার সরকারের কর্ম উদ্যমকে ব্যাহত করে।

এমকে


মন্তব্য
জেলার খবর