করোনারোধী স্প্রে আবিষ্কার

০৮ জুলাই ২০২১

করোনাভাইরাস প্রতিরোধ করতে পারে এমন একটি জীবাণুনাশক স্প্রে আবিষ্কার করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ বিজ্ঞানী ২৬ বছর বয়সী সাদিয়া খানম।

দেড় বছর ধরে গবেষণার পর ভলটিক নামের এই জীবাণুনাশক তৈরি করেছেন তিনি। যেটি যে কোনো বস্তুর উপরিভাগে স্প্রে করা হলে সেটি দু'সপ্তাহের জন্য জীবাণুমুক্ত থাকবে। এটি  বিছানা, কম্বল, পর্দা, বালিশ, কুশন, সোফা ইত্যাদি নরম জিনিসের ওপরও কাজ করবে। 

সংক্রামক রোগজীবাণু নাশের প্রক্রিয়া  ভলটিক উচ্চমানের সুরক্ষা দিয়ে থাকে। বিশেষ একটি মেশিন দিয়ে এই তরল স্প্রে করতে হয়। যা যেকোনো জীবাণুকে ধ্বংস করতে পারে, ধ্বংস করতে পারে জীবাণুর ডিএনএ এবং যেকোনো ধরনের ডিএনএ।

বিবিসি


মন্তব্য
জেলার খবর