কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা:
কুষ্টিয়ার কুমারখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষক ও এক ভ্যানচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৯টায় কুষ্টিয়া-রাজবাড়ি মহাসড়কের জিলাপীতলা ও তার আগে রাত ২ টায় ( বুধবার দিনগত) একই সড়কের ময়েনমোড়ে এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।
নিহতরা হলেন- উপজেলার পাথরবাড়িয়া মজিবুর রহমান হাইস্কুলের সহকারি শিক্ষক হাসিম উদ্দিন (৫৫) ও পৌর এলাকার ভ্যানচালক টিপু প্রামাণিক। দুর্ঘটনাস্থলে হাসিম উদ্দিন বাটাহাম্বার এবং টিপু প্রামাণিক অজ্ঞাত গাড়ির ধাক্কায় নিহত হন।
পুলিশ জানায়, রাতে টহলরত কুমারখালী থানা পুলিশ টিপু প্রামাণিককে দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
অপরদিকে, ওই হাইস্কুলের অদূরে পিছন থেকে শ্যালোইঞ্জিনচালিত বাটাহাম্বা হাসিম উদ্দিনের বাইসাইকেলে ধাক্কা দেয়। এতে সড়কের উপর ছিটকে পড়ে মারা যান, বাইসাইকেলে খোকসার দিকে যাচ্ছিলেন তিনি। এ ঘটনায় বাটাহাম্বাকে জব্দ করেছে পুলিশ।
কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মাহমুদ শরীফ/এমকে