বগুড়ায় পাঁচটি নকল স্বর্ণের মূর্তিসহ আটক- ১

০৮ জুলাই ২০২১

বগুড়া প্রতিনিধি:

বগুড়ায় পাঁচটি নকল স্বর্ণের মূর্তিসহ নিতাই মহন্ত (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। বুধবার বিকাল সোয়া ৪টার দিকে শহরের সার্কিট হাউজের সামনে থেকে তাকে আটক করা হয়। নিতাই মহন্ত বগুড়ার শাজাহানপুর উপজেলার কামারপাড়া এলাকার মৃত প্রল্লাদ মহন্তের ছেলে।

র‌্যাব-১২ ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, নিতাই দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের কাছে নকল মূর্তি বিক্রি করে আসছিলেন। তাকে বগুড়া সদর থানায় সোপর্দ করা হয়েছে।

 

দীপক কুমার সরকার/এমকে


মন্তব্য
জেলার খবর