বিদ্যুতায়িত হয়ে বৃদ্ধার মৃত্যু, আহত-৪

০৮ জুলাই ২০২১

ভোলা প্রতিনিধি:

ভোলার চরফ্যাশনে সুপারি গাছ কাটার সময় বিদ্যুতায়িত হয়ে সালেয়া বেগম (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৪ জন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১০ টার দিকে দক্ষিণ আইচার মীরা বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

সালেয়া বেগম ওই এলাকার মৃত ফজর আলীর স্ত্রী।আহতরা হলেন- একই এলাকার কাঞ্চন বদ্দি, ইব্রাহিম খাঁন, সিদ্দিক খাঁন ও জোছনা বেগম। এদের মধ্যে কাঞ্চন বদ্দির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।বাকি তিনজনকে চরকচ্ছপিয়া গণস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেয়া হয়।

এলাকাবাসী জানায়, কাঞ্চন বদ্দি তার বসতঘরের পাশে শুকনো একটি সুপারি গাছ কাটাতে গিয়ে অসাবধানতাবশত পাশে বিদ্যুতের তারের ওপর পড়ে যান। এ সময় সুপারি গাছ সরাতে গিয়ে সালেয়া বেগম বিদ্যুতায়িত হন। সালেয়া বেগমকে উদ্ধার করতে গিয়ে একে একে ওই ৪ জন আহত হন। পরে স্থানীয়রা ফোন করলে বিদ্যুত সরবরাহ বন্ধ করে দেয় স্থানীয় বিদ্যুৎ অফিস। এরপর সালেয়া বেগমের লাশ উদ্ধার করা হয়।

দক্ষিণ আইচা থানার ওসি মোঃ হারুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করে বলেন, বৃদ্ধার পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কামরুজ্জামান শাহীন/এমকে

 

 


মন্তব্য
জেলার খবর