জামাইয়ের ছুরিকাঘাতে শ্বশুরের মৃত্যু

০৯ জুলাই ২০২১

বগুড়া প্রতিনিধি :

বগুড়ার শেরপুরে নিজেদের মধ্যে ঝগড়াকালে জামাইয়ে ছুরিকাঘাতে তার শ্বশুরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে খামারকান্দি ইউনিয়নের পারভবানীপুর গ্রামে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এলাকাবাসী বলছেন, যৌতুকের লেনদেন নিয়ে ঝগড়ায় লিপ্ত হয়েছিলেন তারা।

মারা যাওয়া শ্বশুরের নাম আসাদুল ইসলাম, তিনি পারভবানীপুর গ্রামের মৃত ফজলুল হকের ছেলে। একই গ্রামের শাহিন আকন্দের ছেলে সাব্বির তার জামাই। ঘটনার পর থেকে সাব্বির পলাতক।

জানা গেছে, আসাদুল ইসলামের বাড়ির কাছাকাছি তিনমাথা নামক স্থানে এ ঝগড়া শুরু হয়। শ্বশুরের বুকে ছুরিকাঘাত করেই পালিয়ে যান সাব্বির। পরে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার আগে আসাদুল ইসলাম বাজার থেকে বাড়ি ফিরছিলেন।

এক বছর আগে আসাদুলের মেয়ে বাড়ি থেকে পালিয়ে গিয়ে সাব্বিরকে বিয়ে করেন। কিন্তু আসাদুল ইসলাম এ বিয়ে মেনে না নেয়ায় কয়েক দফায় গ্রামে দরবার হয়। শেষে ৪-৫ মাস আগে এ বিয়ে মেনে নেন আসাদুল। এরপর থেকে শ্বশুরের কাছে ৫ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন সাব্বির।

শেরপুর থানার অফিসার ইনচার্জ ওসি শহিদুল ইসলাম বলেন, আসাদুলের বুকে ছুরির আঘাতের ১টি চিহ্ন দেখা গেছে। মরদেহ পুলিশ উদ্ধার করেছে। অভিযুক্তকে গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

 

দীপক কুমার সরকার/এমকে

 


মন্তব্য
জেলার খবর