অ্যান্টিবডিকেও ফাঁকি দিতে পারে ল্যাম্বডা

০৯ জুলাই ২০২১

করোনার নতুন ভ্যারিয়েন্ট ল্যাম্বডা। করোনার এই ধরনটির অস্বাভাবিক মিউটেশনের কারণে উদ্বেগ বাড়ছে।

করোনার এই নতুন ধরন টিকা নেওয়ার পর তৈরি হওয়া অ্যান্টিবডিকেও ফাঁকি দিতে পারে বলে জানিয়েছে গবেষকরা।

ল্যাম্বডার স্পাইক প্রোটিনে থাকা মিউটেশনগুলো অ্যান্টিবডিকে ফাঁকি দিতে পারে। সেই সঙ্গে সংক্রমণও বাড়ায় এই ধরন।

ফিন্যান্সিয়াল টাইমস


মন্তব্য
জেলার খবর