মা-বাবার পছন্দকেই অগ্রাধিকার : তাপসী

০৯ জুলাই ২০২১

বর্তমানে অলিম্পিকে রুপাজয়ী ড্যানিশ ব্যাডমিন্টন তারকা ম্যাথিয়াস বো’র সাথে প্রেমের সম্পর্কে রয়েছেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু।

এক সাক্ষাৎকারে তাপসী পান্নু জানিয়েছেন, ‘আমি একটু অদ্ভুত প্রকৃতির। বহু প্রেম করেছি। সমস্যাটা হলো, যাকেই ভালোবাসি, তার সঙ্গেই বিয়ে করার প্ল্যান করে ফেলি। আমার মনে হয়, শুধু শুধু প্রেম করে সময় নষ্ট করে কী লাভ!

তবে হ্যাঁ এ ব্যাপারে আমার একটা নীতি আছে, যা আমি প্রেমিককে স্পষ্টই বলে দিয়েছি। যদি মা-বাবা প্রেমিককে পছন্দ না করে তাহলে বিয়ে বাতিল! এ ব্যাপারে মা-বাবার পছন্দকেই অগ্রাধিকার দেব।’

টাইমস অব ইন্ডিয়া


মন্তব্য
জেলার খবর