কঠিন পরিশ্রম করেও সুযোগের অপেক্ষায় থাকা উচিত : নোরা

০৯ জুলাই ২০২১

আরব বিশ্বের প্রথম নারী নভোচারী হতে প্রশিক্ষণ শুরু করে দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের নোরা আল-মাতরুসি। শারজাহর এই  মেয়ে ২৮ বছর বয়সী যন্ত্র প্রকৌশলী। 

নোরা বলেন, আমার পরিবারের মাতুল গোষ্ঠী নাবিক ছিলেন। তারা সমুদ্র ভ্রমণের বের হতেন। আর অ্যাস্ট্রোনটের গ্রিক অর্থ নক্ষত্রের নাবিক। কাজেই সেই ঐতিহ্য আমি অনুসরণ করছি।

নোরা বলেন, যদি আমরা এটি করতে পারি, তবে আপনারাও পারবেন। যদি আপনার আগে কেউ এটি করতে না পারেন, তবে আপনি তা করে দেখান। যদি এ ব্যাপারে আপনি সত্যিই আগ্রহী হন, বিষয়টি আপনি করতে চান, তবে আপনার কঠিন পরিশ্রম করে যাওয়া এবং সুযোগের অপেক্ষায় থাকা উচিত।

এএফপি


মন্তব্য
জেলার খবর