ফের সুইডেনের নেতৃত্বে স্টেফেন লফভেন

০৯ জুলাই ২০২১

সুইডেনের প্রধানমন্ত্রীর পদে ফিরলেন স্টেফেন লফভেন। তিনি প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন।

গত মাসে তিনি পদত্যাগ করেছিলেন।

পুনর্নির্বাচিত হবার পর সংবাদ সম্মেলনে স্টেফেন লফভেন বলেন, ‘সুইডেনকে নেতৃত্ব দেওয়ার প্রয়োজনীয় সমর্থন রিকসড্যাগ আমাকে দিয়েছে।’

ফিন্যান্সিয়াল টাইমস


মন্তব্য
জেলার খবর