নির্বাচন কমিশন (ইসি) নিয়োগে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার পদে নাম প্রস্তাবের জন্য নিবন্ধিত সব রাজনৈতিক দলের প্রতি আহবান জানিয়েছে সার্চ কমিটি। প্রতিটি দল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য নির্বাচন কমিশনার (ইসি) পদে সুপারিশের জন্য সর্বোচ্চ ১০ জনের নাম প্রস্তাব করতে পারবে। আগামী ১০ ফেব্রুয়ারি বিকাল ৫টার মধ্যে সরাসরি বা নির্ধারিত ই-মেইলে এ প্রস্তাবনা পাঠাতে হবে। সোমবার (৭ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজনৈতিক দলের বাইরে ব্যক্তিগত পর্যায়েও আগ্রহীরা নিজ নিজ নাম প্রস্তাব করতে পারবেন। প্রস্তাবনা পাঠানোর ই-মেইল আইডি হচ্ছে [email protected] ।
প্রসঙ্গত, প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২ অনুযায়ী এ সার্চ কমিটি গঠন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ। এ কমিটির কাজ হবে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার হওয়ার মতো যোগ্য ১০ জনের নাম সুপারিশসহ রাষ্ট্রপতির কাছে প্রস্তাব করা। সেখান থেকে সিইসিসহ অন্যান্য নির্বাচন কমিশনার মিলে ৫ সদস্যের নির্বাচন কমিশন নিয়োগ করবেন রাষ্ট্রপতি।
এমকে