মন্তব্য
শ্রীলংকান প্রেসিডেন্ট গোতাবায়ে রাজাপাকসে তার ছোট ভাই ৭০ বছর বয়সী বাসিল রাজাপাকসেকে অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন।
বড় ভাই প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসেকে নতুন তৈরি করা অর্থনৈতিক নীতি, পরিকল্পনা বাস্তবায়ন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
রাজাপাকসে পরিবারের আরেক ভাই কামেলকে সেচ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কনিষ্ঠ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।
মাহিন্দা রাজাপাকসের ৩৫ বছর বয়সী ছেলে নামালকে দেওয়া হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রীর দায়িত্ব।
এসবের মাধ্যমে সরকারে নিজেদের পারিবারিক ক্ষমতা আরও জোরদার করেছে মাহিন্দা রাজাপাকসে ও গোতাবায়ে রাজাপাকসে।
রয়টার্স