মন্তব্য
অনুমোদিত কোরবানির পশুরহাটে জালনোটের হাতবদল প্রতিরোধে বিনা খরচে পশুর ক্রেতা-বিক্রেতাদের নোট যাচাই করে দিবে বাণিজ্যিক ব্যাংক। জালনোট শনাক্তকরণ মেশিনের সহায়তায় ঈদের পূর্বরাত পর্যন্ত বসা হাটে এ সেবা দেয়া হবে। বৃহস্পতিবার (৮ জুলাই) বাণিজ্যিক ব্যাংকগুলোতে এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশব্যাংক জানিয়েছে, নোট যাচাইয়ের সময় কোনো জালনোট শনাক্ত হলে জালনোট ০১ (পলিসি)/২০০৭-১৯১ অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। হাটে ব্যাংকের নাম ও তার সঙ্গে জালনোট শনাক্তকরণ বুথের ব্যানার প্রদর্শন করতে হবে। যেখানে বাংলাদেশ ব্যাংকের শাখা নেই, সেখানে সোনালী ব্যাংক লি. এর চেস্ট শাখাগুলোকে দায়িত্ব দেয়া হয়েছে।
এমকে