সূচক বাড়লেও লেনদেন কমেছে

০৯ জুলাই ২০২১

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সিংহভাগ শেয়ারের দরের সঙ্গে  সূচক বেড়েছে।আর আগের কার্যদিবসের তুলনায়  কমেছে লেনদেন, ৮৫ কোটি ৬৫ লাখ টাকা।  লেনদেন হয় ৩৭৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ১৯১টির, কমেছে ১৫৫টির এবং  বাকি ২৮টির ছিল অপরিবর্তিত ।

লেনদেন হয় এক হাজার ৪৯১ কোটি ৯১ লাখ ৫ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে এর পরিমাণ ছিল এক হাজার ৫৭৭ কোটি ৫৬ লাখ ৫১ হাজার টাকা। বাজার মূলধন ২ হাজার ১০৭ কোটি ৯২ লাখ টাকা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ১৭ হাজার ১৮২ কোটি টাকায়। তিন সূচকের মধ্যে ডিএসইএক্স ৩৫ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে ছয় হাজার ২১২ দশমিক ৭৬ পয়েন্টে পৌঁছায়, ডিএসইএস সূচক ১৪ দশমিক ০৫ পয়েন্ট  বেড়ে এক হাজার ৩৪১ দশমিক ৫৪ পয়েন্টে অবস্থান করে ও ডিএস৩০ সূচক ১৬ দশমিক ৬৬ পয়েন্ট  বেড়ে দুই হাজার ২৪৮ দশমিক ২১ পয়েন্টে স্থির হয়। টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে থাকে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। দর বৃদ্ধির শীর্ষে থাকে সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড, দর বাড়ে ৯ দশমিক ৯৩ শতাংশ ।

এমকে


মন্তব্য