ভবনে পানি জমিয়ে রাখলেই ব্যবস্থা

০৯ জুলাই ২০২১

সরকারি-বেসরকারি, নির্মাণাধীন বা পরিত্যক্ত- যে কোনো  ভবনে-ই পানি জমিয়ে রাখলে সংশ্লিষ্টজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।দুই-এক দিনের মধ্যেই ঢাকার উভয় সিটি করপোরেশনে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। বৃহস্পতিবার মন্ত্রীর সরকারি বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিষয়টি জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। জমে থাকা পানি ডেঙ্গু প্রজননে সহায়ক ভূমিকা রাখায় এ হুশিয়ারি উচ্চারণ করেন তিনি।

মন্ত্রী তাজুল ইসলাম বলেন-  শুধু ভবনই নয়, ফুলের টব, ফ্রিজ-এয়ারকন্ডিশনে  যেন পানি জমে না থাকে, সেদিকে লক্ষ রাখতে হবে। কারণ তিনদিনের বেশি জমানো পানিতে মশা প্রজনন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। জমানো পানিতে ১০ হাজার স্কয়ার ফিট জায়গায় আড়াইশ’ গ্রাম কেরোসিন ঢেলে দিয়ে মশার প্রজনন ধ্বংস করা যায়।

এমকে

 


মন্তব্য
জেলার খবর