ভোলায় ১০ বাড়িতে লকডাউন

০৯ জুলাই ২০২১

ভোলা প্রতিনিধি:

ভোলার চরফ্যাশনের ১০ টি বাড়ি লকডাউন করা হয়েছে। এসব বাড়িতে ২৫টি পরিবার বসবাস করেন। শুক্রবার উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট রিপন বিশ্বাস এ লকডাউন ঘোষণাসহ লাল পতাকা উড়িয়ে দেন। বাড়ি ১০টির মধ্যে একটি পৌর এলাকার, বাকিগুলো ৫টি ইউনিয়নের (জাহানপুর, চরমানিকা,হাজারীগঞ্জ, জিন্নাগড় ও আমিনাবাদ)। এর আগে এসব বাড়ির ১০ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়।চরফ্যাসন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, আইসিডিডিআরের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে করোনা সংক্রমনে রোধে এ লকডাউন করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যান্ত এসব পরিবারের সদস্যদের হোমকোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।

চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শোভন বসাক জানান, করোনা উপসর্গ নিয়ে ১০ ব্যক্তি চরফ্যাশন সদর হাসপাতালে এলে তাদের নমুনা সংগ্রহ করা হয়। ওই ১০ ব্যক্তির রির্পোটে করোনা পজেটিভ আসে।

কামরুজ্জামান শাহীন/এমকে

 


মন্তব্য
জেলার খবর