মন্তব্য
তালেবানদের বন্দর দখলের জেরে ইরানের পূর্বাঞ্চলীয় আফগান সীমান্তবর্তী দুই স্থলবন্দর ‘দোগারুন’ ও ‘মাহিরুদ’ থেকে পণ্য রপ্তানি বন্ধ করে দিয়েছে ইরানের শুল্ক বিভাগ।
বন্দর দুটি দিয়ে আফগানিস্তানে পণ্য না পাঠানোর জন্য ইরানি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির শুল্ক বিভাগের মুখপাত্র রুহুল্লাহ লাতিফি।
দুটি স্থলবন্দরেই তালেবান বন্দুকধারীরা হামলা চালিয়ে এসব বন্দরের আফগান অংশ দখল করে নিয়েছে। তবে আফগানিস্তানের সঙ্গে ইরানের তৃতীয় স্থলবন্দর ‘মিলাক’ দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কাজ যথারীতি স্বাভাবিকভাবে চলছে।
বিবিসি ও পার্সটুডে