করোনার চেয়ে ক্ষুধায় মরছে বেশি মানুষ

১০ জুলাই ২০২১

করোনা ভাইরাসে সারাবিশ্বে প্রতি মিনিটে মারা যাচ্ছেন সাতজন মানুষ। তবে বিশ্বে খাদ্যের অভাবে প্রতি মিনিটে মারা যাচ্ছেন ১১ জন মানুষ। করোনা ভাইরাসের চেয়েও না খেতে পেরে বেশি মানুষের মৃত্যুর এই তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম।

অক্সফাম জানিয়েছে, ২০১৯ সালে দুর্ভিক্ষের মতো অবস্থায় যে পরিমাণ মানুষের বসবাস ছিল, ২০২০ সালে সেই সংখ্যা ছয় গুণ বেড়েছে। সারাবিশ্বে খাদ্য নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে ১৫৫ মিলিয়ন মানুষ। যা গত বছরের চেয়ে প্রায় ২০ মিলিয়ন বেশি। 

বিশ্বজুড়ে দুর্ভিক্ষের মতো অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে পাঁচ লাখের বেশি মানুষ। সাড়ে ১৫ কোটি মানুষ চরম ক্ষুধায় রয়েছে; যাদের মধ্যে প্রতি তিনজনে দুজনের বসবাস সহিংস ও যুদ্ধবিধ্বস্ত দেশে। বিশ্বজুড়ে খাদ্যের দাম বেড়েছে ৪০ শতাংশ। 

আল জাজিরা


মন্তব্য
জেলার খবর