মন্তব্য
কায়রোর একটি হাসপাতালে ৯ জুলাই মারা গেছেন জেহান সাদাত। মিসরের সাবেক প্রেসিডেন্ট আনোয়ার সাদাতের স্ত্রী ও সাবেক ফার্স্ট লেডি। মৃত্যুর সময় তাঁর বয়স ছিল ৮৮ বছর।
মিসরীয় নারীদের সামাজিক অধিকার প্রতিষ্ঠার এই অগ্রনায়ক ১৯৩৩ সালের আগস্টে কায়রো নগরীতে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা ছিলেন একজন মিসরীয় মধ্যবিত্ত পরিবারের সন্তান। আর মা ছিলেন একজন ব্রিটিশ নারী।
১৯৪৯ সালে সেনাকর্মকর্তা আনোয়ার সাদাতের সঙ্গে তাঁর বিয়ে হয়। ১৯৭০ সালে আনোয়ার মিসরের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮১ সালের হত্যাকাণ্ডের ঘটনার পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন। ব্যক্তিজীবনে তারা তিনি মেয়ে ও এক ছেলের পিতা-মাতা ছিলেন।
বিবিসি