মন্তব্য
তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ ইসলাম মুজাহিদ বলেছেন, আফগানিস্তানের ৩৯৮টি জেলার ২৫০টি নিয়ন্ত্রণে আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। এছাড়া ইরানের সীমান্তবর্তী কোয়ালা শহরও এখন আমাদের পুরোপুরি নিয়ন্ত্রণে। তালেবান দখলে নিয়েছে আফগানিস্তানের ৮৫ শতাংশ এলাকা।
রাশিয়ার রাজধানীয় মস্কোয় তালেবানের একটি প্রতিনিধি দল ৯ জুলাই দেশটির সরকারের সঙ্গে বৈঠক শেষে এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
আফগান নিরাপত্তা বাহিনীর দুই কর্মকর্তা বলেন, তালেবানের হাতে হেরাত প্রদেশের ইরান সীমান্তঘেঁষা ইসলাম কোয়ালা ক্রোসিংয়ের পতন ঘটেছে। সেখান থেকে কাস্টমস কর্মকর্তারা পালিয়ে গেছেন। তালেবানের হাত থেকে বাঁচতে আফগান সেনারা ইরান ভূখণ্ডে আশ্রয় নিয়েছেন।
রয়টার্স ও এএফপি