পাকিস্তান-তুরস্ক সম্পর্ক জোরদার

১০ জুলাই ২০২১

তুরস্কের স্থলবাহিনীর কমান্ডার জেনারেল উমিত ডুন্ডার বলেছেন, অভিন্ন বিশ্বাস, মূল্যবোধ ও ঐতিহাসিক যোগসূত্রের উপর ভিত্তি করে সহযোগিতার দীর্ঘ ইতিহাস থাকার কারণে পাকিস্তান ও তুরস্ক অবিচ্ছেদ্য। তুরস্কের জনগণ পাকিস্তানিদের তাদের ভাই হিসাবে বিবেচনা করে এবং সব দিক বিশেষত প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতার প্রয়োজনীয়তার উপর জোর দেয়। 

তুরস্কের সাথে পাকিস্তানের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে ‘অত্যন্ত মূল্যবান’ বলে উল্লেখ করে পাকিস্তানের চিফ অফ আর্মি স্টাফ (সিওএএস) জেনারেল কামার জাভেদ বাজওয়ার  বলেছেন, এই সম্পর্ক আমাদের সাংস্কৃতিক ও ধর্মীয় সম্পর্কের পাশাপাশি ইতিহাসের সাথেও গভীরভাবে জড়িত।

দুই ভ্রাতৃত্বপূর্ণ দেশের মধ্যে প্রতিরক্ষা ও সুরক্ষা সহযোগিতার উপর বিশেষ জোর দিয়ে পারস্পরিক ও পেশাদার আগ্রহের বিষয় নিয়ে রাওয়ালপিন্ডির সেনা সদর দপ্তরে (জিএইচকিউ) তারা আলোচনাও করেছেন। পাকিস্তান ও তুরস্ক দু'দেশের মধ্যে সামরিক সম্পর্ক আরো জোরদার করার বিষয়ে তারা একমত হয়েছেন।

এক্সপ্রেস ট্রিবিউন


মন্তব্য
জেলার খবর