ভেনিসে চলছে জি-২০ সম্মেলন

১০ জুলাই ২০২১

ইতালির ভেনিসে চলছে জি-২০ এর সম্মেলন। ৯ জুলাই সম্মেলনটি শুরু হয়েছে। ১০ জুলাই সম্মেলনটি শেষ হবে।

সম্মেলনে ভারত, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, সৌদি আরব, অষ্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া, কানাডাসহ অর্থনৈতিকভাবে শক্তিশালী ১৯টি দেশ ও ইউরোপিয় ইউনিয়নের প্রতিনিধি, দেশগুলোর  অর্থমন্ত্রীরা ও প্রতিটি দেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরা অংশগ্রহণ করছেন।

ভেনিস জি-২০ তে এ বছর গুরুত্বপূর্ণ  তিনটি ইভেন্ট রয়েছে এগুলো হলো- ১. উৎপাদনশীলতা সম্পর্কিত গ্লোবাল ফোরামের বার্ষিক সম্মেলন ২. জি-২০ হাই লেভেল ট্যাক্স সিম্পোজিয়াম ও ৩. জলবায়ু সম্পর্কিত ভেনিস আন্তর্জাতিক সম্মেলন।

 

 


মন্তব্য
জেলার খবর