মন্তব্য
মহেশ ভাটের কন্যা বলিউড অভিনেত্রী আলিয়া ভাট হলিউডে পা রাখতে যাচ্ছেন।
সম্প্রতি আলিয়া একটি আন্তর্জাতিক ট্যালেন্ট ম্যানেজমেন্ট এজেন্সির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। স্পোর্টস আর ফ্যাশন জগতে বিভিন্ন ইভেন্টের সঙ্গে যুক্ত এজেন্সিটির হাত ধরেই হলিউডে পা রাখতে যাচ্ছেন তিনি।
১৯৯৩ সালে মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন আলিয়া ভাট। বাবা মহেশ ভাট একজন পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার। জামাবাই নার্সি বিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন আলিয়া। অভিনেত্রী ও মডেল ছাড়াও গায়িকা হিসেবেও তার নাম রয়েছে। নিয়মিত তিনি মঞ্চে পারফর্ম করেন।