কারিনার অভিজ্ঞতা প্রেগন্যান্সি বাইবেলে

১০ জুলাই ২০২১

ইনস্টাগ্রাম পোস্টে বলিউড অভিনেত্রী কারিনা কাপুর জানান, খুব শিগগিরই তার লেখা একটি বই প্রকাশিত হতে যাচ্ছে যার নাম ‘প্রেগন্যান্সি বাইবেল’। এই বইটিকেই নিজের তৃতীয় সন্তান বলে অভিহিত করেছেন কারিনা।

বইটি সম্পর্কে কারিনা লিখেছেন, ‘এটি অন্যরকম এক জার্নি। আমার দুই দুইবার গর্ভধারণের সময়ে সব ঘটনা সবার সঙ্গে ভাগাভাগি করা... কোনো কোনো দিন আমি কাজে যাবার জন্য যেন পাগল হয়ে উঠতাম, আবার কোনো কোনো দিন যেন বিছানা ছেড়েই উঠতে ইচ্ছা করতো না। বইটিতে মূলত নিজের অভিজ্ঞতাকেই তুলে ধরা হয়েছে। সেই সময়ের যে শারীরিক ও মানসিক পরিবর্তন ও সমস্যার মুখোমুখি হয়েছি সেসব নিয়েই এই বই।’

কারিনা আরও লিখেছেন, ‘আমার নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেছি এ বইয়ে। শারীরিক ও মানসিক যেসব সমস্যা, পরিবর্তন আমি লক্ষ্য করেছি, তাই নিয়েই এই বই। এটি আমার তৃতীয় সন্তানের মতো।’  


মন্তব্য
জেলার খবর