ভূমি অফিসে উচ্চমাধ্যমিক পাশেই চাকরি

১০ জুলাই ২০২১

চট্টগ্রামের বিভিন্ন ভূমি অফিসের শূন্য পদ পূরণের জন্য ১৪০ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ১৮ জুলাই পর্যন্ত আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন। অনলাইনে প্রার্থীরা আবেদন কতরতে পারবেন।

 

যে যে পদে আবেদন করা যাবে:

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ২৪ জন, নাজির কাম ক্যাশিয়ার পদে ১৪ জন, মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী পদে ১৩ জন, সার্টিফিকেট পেশকার পদে ১৪ জন ও সার্টিফিকেট সহকারী পদে ১৪ জন আবেদন করতে পারবেন। ১৬ গ্রেডের স্থায়ী এ পদগুলোতে আবেদন করতে হলে যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। বাংলাদেশের নাগরিক হতে হবে। সকল পদগুলোর জন্য বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা।

 

এছাড়া অফিস সহায়ক হিসেবে ৫০টি শূণ্য পদে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। প্রার্থীকে অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। চাকরির ধরন স্থায়ী। গ্রেড ২০। বেতন স্কেল ৮,২৫০-২০,০১০ টাকা।


মন্তব্য
জেলার খবর