দেশে বাজার সরকারের নিয়ন্ত্রণে নেই বলে মনে করছেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা। আর বাজার নিয়ন্ত্রণ ও মনিটরিংয়ের ব্যর্থতার দায় বাণিজ্যমন্ত্রী ও খাদ্যমন্ত্রীর ওপর চাপিয়েছেন তারা। একই সঙ্গে এ দুই মন্ত্রীকে মন্ত্রিসভা থেকে অবিলম্বে বরখাস্ত করারও দাবি জানিয়েছেন তারা। সোমবার (৭ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকায় পুরানা পল্টন মোড়ে বাম জোটের বিক্ষোভ সমাবেশে এ দাবি জানান।
সমাবেশে বক্তরা বলেন, দেশের গোটা বাজার ব্যবস্থাকে নৈরাজ্যের মধ্যে ঠেলে দিয়েছে সরকার। ব্যবসায়ীদের যাচ্ছেতাই করার লাইসেন্স দেওয়া হয়েছে। বাজারে গেলে মনে হয় না- দেশে কোনও সরকার আছে। সমাবেশ থেকে বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে গণপ্রতিরোধ জোরদার করারও আহবান জানানো হয়।
বক্তব্য দেন- বাম জোটের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক শাহ আলম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের কেন্দ্রীয় নেতা বজলুর রশিদ ফিরোজ, ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা অধ্যাপক আবদুস সাত্তার, বাসদ-মার্কসবাদীর কেন্দ্রীয় নেতা জহিরুল ইসলাম, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নেতা বাচ্চু ভূঁইয়া, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির কেন্দ্রীয় নেতা শহীদুল ইসলাম সবুজ, সমাজতান্ত্রিক আন্দোলনের নেতা আবদুল আলী এবং ওয়ার্কার্স পার্টি- মার্কসবাদীর বিধান দাস প্রমুখ।
এমকে