কঠোর লকডাউনের মধ্যেও নতুন অর্থবছরের প্রথম সপ্তাহেই ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন বেড়েছে প্রায় তিন হাজার কোটি টাকা। সূচক, বেশিরভাগ কোম্পানির শেয়ার দর এবং লেনদেন বৃদ্ধি এর কারণ।
গত সপ্তাহের চার কার্যদিবসে (৫ জুলাই-৮ জুলাই) লেনদেন হয়েছে ৬ হাজার ৪১০ কোটি ৭০ লাখ ৭৩ হাজার ৩৮৮ টাকা। আগের সপ্তাহের একই সময়ে লেনদেন হয়েছিল ৫ হাজার ২৪ কোটি ৬৬ লাখ ২৫ হাজার ৬৩৩ টাকা। সেই হিসাবে লেনদেন বেড়েছে ৭৮৬ কোটি ৪ লাখ ৪৭ হাজার ৭৫৫ টাকা। লেনদেন অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৩০টির, কমেছে ১৩৬টির, আর বাকি ১০টির দর অপরিবর্তিত রয়েছে। আগের সপ্তাহে দাম বেড়েছিল ১৯৭টির, কমেছিল ১৬২টির, বাকি ১৭টির অপরিবর্তিত ছিল। আগের সপ্তাহের চেয়ে সূচক তিনটির মধ্যে ডিএসইএক্স ৬২ পয়েন্ট, ডিএসইএস ২৬ দশমিক ৭৯ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক ৩৯ পয়েন্ট বেড়েছে। ২ হাজার ৯০০ কোটি ৪ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকা বেড়ে ৫ লাখ ১৭ হাজার ১৮২ কোটি ১৮ লাখ ৬৫৯ টাকায় দাঁড়িয়েছে বাজার মূলধন ।
এমকে