বর্ষণেই ধসে গেছে প্রধানমন্ত্রীর উপহারের বাড়ির টয়লেটসহ রান্নাঘর!

১০ জুলাই ২০২১

বগুড়া প্রতিনিধি:

কয়েকদিনের টানা বর্ষণের কারণে ঘরের আর সিসি পিলারের নিচে থেকে মাটি ধসে গেছে। এ কারণেই বগুড়ায় প্রধানমন্ত্রীর দেয়া উপহারের ২২ টি বাড়ির মধ্যে ৭ টি বাড়ির টয়লেট ও রান্নাঘর ধসে গেছে। শনিবার ঘটনাস্থল পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন প্রকল্প-২’র প্রজেক্ট ডাইরেক্টর (পিডি) অতিরিক্ত সচিব মো. মাহবুব হোসেন। এর আগে বেলা সাড়ে ১২টার দিকে ভেঙ্গে যাওয়া ঘরগুলোর বিষয়ে তদন্তে আসেন তিনি।

সম্প্রতি জেলার শেরপুর উপজেলার খানপুরে ভেঙে পড়েছে আশ্রয়ণ প্রকল্পের দুর্যোগসহনীয় এসব ঘর। এ ঘটনায় তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে। ঘটনার তদন্তে প্রধানমন্ত্রীর নির্দেশনায় নড়েচড়ে বসেছে প্রকল্প সংশ্লিষ্টরা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ভূমি ও গৃহহীনদের বাড়িসহ এ ঘর উপহার দেন প্রধানমন্ত্রী।

অতিরিক্ত সচিব মো. মাহবুব হোসেন জানান, জায়গা নির্ধারণে ভুল ছিল। এখন মেরামত কাজ চলছে। অতিবৃষ্টিতে আর যেন মাটি ধসে যেতে না পারে, সেদিকে খেয়াল রাখা হচ্ছে। আশা করি খুব দ্রুত এসব ঘরের মালিক শংকামুক্ত জীবন যাপন করতে পারবেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- বগুড়া জেলা প্রশাসক মো. জিয়াউল হক, আশ্রয়ন প্রকল্পের সহকারি প্রকৌশলী ইসতিয়াক নাসির, মনিটরিং অফিসার মো. নাসির উদ্দিন, বগুড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ময়নুল ইসলাম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোছা. সাবরিনা শারমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছা. ছামসুন্নাহার শিউলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এর আগে শুক্রবার ভেঙ্গে যাওয়া ঘরগুলো পরিদর্শন করেন রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবীর।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প আশ্রয়ণ-২ এর আওতায় খানপুর ইউনিয়নের খানপুর বুড়িগাড়ি এলাকায় করতোয়া খালের পাড়ে ২২টি আধাপাকা বাড়ির প্রতিটি নির্মাণে ব্যয় হয় এক লাখ ৭৫ হাজার টাকা। প্রতিটি বাড়িতে দুই কক্ষবিশিষ্ট বসতঘর, রান্নাঘর ও টয়লেট রয়েছে। সুফলভোগীদের হাতে বাড়ির জমির দলিল ও বাড়ির চাবি হস্তান্তর করা হয়েছে।

 

দীপক কুমার সরকার/এমকে

 

 


মন্তব্য
জেলার খবর