মন্তব্য
২২ বছর বয়সী এলা এমহফ যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সৎ-মেয়ে। ডফ এমহফের আগের স্ত্রীর সন্তান।
প্যারিসের ফ্যাশন সপ্তাহে বিখ্যাত ফ্যাশন হাউস ব্যালেন্সিয়াগার হয়ে র্যাম্পের হেঁটে শিরোনামে এসেছেন তিনি।
ব্যালেন্সিয়াগার বসন্ত আর শীতকালীন পোশাকে র্যাম্পে হাজির হন এলা। তার পরনে ছিল ঢিলেঢালা কালো স্যুট আর শাল।