১১ বছর বয়সেই স্নাতক

১১ জুলাই ২০২১

বেলজিয়ামের ১১ বছর বয়সী বিস্ময় বালক  লুরন্ট সিমন্স ইউনিভার্সিটি অব অ্যান্টওয়ার্প থেকে পদার্থবিদ্যায় স্নাতক হয়েছেন।

লুরন্ট মাত্র একবছরেই সব সিলেবাস শেষ করেছে এবং স্নাতক হয়েছে।  এরপর প্রতিটি ব্যবহারিক ও তাত্ত্বিক পরীক্ষা একসঙ্গে দিয়েছে।

মাত্র ৮ বছর বয়সে উচ্চ মাধ্যমিকের পড়া শেষ করেছিল লুরন্ট। এক বছরেই বেশ কয়েক ক্লাস পাশ করেছে সে। 

হিন্দুস্তান টাইমস

 


মন্তব্য
জেলার খবর