মন্তব্য
বেলজিয়ামের ১১ বছর বয়সী বিস্ময় বালক লুরন্ট সিমন্স ইউনিভার্সিটি অব অ্যান্টওয়ার্প থেকে পদার্থবিদ্যায় স্নাতক হয়েছেন।
লুরন্ট মাত্র একবছরেই সব সিলেবাস শেষ করেছে এবং স্নাতক হয়েছে। এরপর প্রতিটি ব্যবহারিক ও তাত্ত্বিক পরীক্ষা একসঙ্গে দিয়েছে।
মাত্র ৮ বছর বয়সে উচ্চ মাধ্যমিকের পড়া শেষ করেছিল লুরন্ট। এক বছরেই বেশ কয়েক ক্লাস পাশ করেছে সে।
হিন্দুস্তান টাইমস