বদরপুর ইউপি নির্বাচনের ভোট স্থগিত

০৭ ফেব্রুয়ারী ২০২২

ভোলা প্রতিনিধি:

ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের ভোট ৪ সপ্তাহের জন্য  স্থগিত করা হয়েছে। উচ্চ আদালত এ স্থগিতাদেশ দেন। এ সংক্রান্ত একটি আদেশ রোববার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নির্বাচন কমিশন থেকে ভোলা জেলা নির্বাচন অফিসে এসে পৌঁছেছে। এদিকে ভোটগ্রহণ স্থগিত হওয়ায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।

ভোলা জেলা নির্বাচন অফিসার মো. আলাউদ্দিন আল মামুন বলেন, বদরপুর ইউনিয়নের সীমানা জটিলতা এবং ভোটার সংক্রান্ত একটি মামলা উচ্চ আদালতে চলমান রয়েছে। তাই আদালত  এ স্থগিতাদেশ দিয়েছেন।

প্রসঙ্গত, আগামী ১০ ফেব্রুয়ারি এ ইউপি নির্বাচনের ভোট হওয়ার কথা ছিল। নির্বাচনে ৭ জন চেয়ারম্যান প্রার্থীসহ ৭১ জন প্রার্থী হয়েছেন।

কামরুজ্জামান শাহীন/এমকে


মন্তব্য
জেলার খবর