মন্তব্য
ভারতে বেশিকিছু মুসলিম তরুণী ও নারীর সম্মতি না নিয়েই তাদের ছবি ব্যবহার করে অনলাইনে তাদের বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছেন বাণিজ্যিক একটি বিমান সংস্থার একজন পাইলটও।
‘শুলি ডিলস‘ নামের একটি অ্যাপ এবং ওয়েবসাইট ব্যবহার করে এসব করা হয়। এই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীদের ‘শুলি‘ কিনতে প্রস্তাব দেয়া হয়। ‘শুলি‘ শব্দটি মুসলিম নারীদের অবমাননা করতে অশ্লীলভাবে ব্যবহার করে ডানপন্থি হিন্দুরা।
যাদের ছবি বা ফিচার ব্যবহার করা হয়েছে ওই অ্যাপে, তারা সবাই প্রতিবাদী মুসলিম নারী। এর মধ্যে আছেন সাংবাদিক, অধিকারকর্মী, আর্টিস্ট ও গবেষক। ঘটনার শিকার নারীরা ন্যায়বিচার দাবি করেছেন।
আনন্দবাজার, বিবিসি ও দ্য ওয়াল