তুরস্কের শীর্ষ প্রতিরক্ষা সংস্থা প্রেসিডেন্সি অব ডিফেন্স ইন্ডাস্ট্রিজের (এসএসবি) প্রধান ইসমাইল দামির এক টুইটবার্তায় বলেছেন, যুদ্ধে ব্যবহার উপযোগী মানববিহীন আকাশ যান (ইউসিএভি) আকিনসি ৩৮ হাজার ৩৯ ফুট উচ্চতায় উড়তে সক্ষম হয়েছে।
উত্তর পশ্চিমাঞ্চলীয় তুরস্কের টেকিরডাগ প্রদেশের করলু জেলায় ফ্লাইট প্রশিক্ষণ ও পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার সময় আকিনসি নামে এই যুদ্ধ ড্রোন ২৫ ঘণ্টা ৪৬ মিনিট আকাশে ছিল। আকাশের সাত হাজার ৫০৭ কিলোমিটার দূরত্ব আকিনসির আওতায় থাকবে। পরীক্ষার সময় আকিনসি ৮৭০ বার একক উড্ডয়ন করেছে এবং ৩৪৭ ঘণ্টা ২৪ মিনিটের ফ্লাইট পরিচালনা করেছে।
আকিনসি আকারে দীর্ঘ ও চওড়া। কৌশলগত কাজেও ব্যবহার করা হতে পারে এটি। আকিনসির প্রায় ১০০ কম্পিউটার সিস্টেম আছে। ড্রোনটির উড্ডয়ন ওজন সাড়ে পাঁচ টন। আর গোলাবারুদ বহনের সক্ষমতা এক হাজার ৩৫০ কিলোগ্রাম। ডানারপ্রসার ২০ মিটার। এটির ডানার কাঠামো এককভাবে বাঁকানো।
ডেইলি সাবাহ