দেশে গত ২৪ ঘণ্টায় ১৮৫ জন করোনা রোগী মারা গেছেন। একই সময়ে নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে আট হাজার ৭৭২ জনের। পাশাপাশি করোনামুক্ত হয়েছেন পাঁচ হাজার ৭৫৫ জন। শনিবার স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
স্বাস্থ্য অধিদফতর আরো জানায়, এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১০ লাখ নয় হাজার ৩১৫ জনের। এর মধ্যে মারা গেছেন ১৬ হাজার ১৮৯ জন। সুস্থ হয়েছেন আট লাখ ৬৮ হাজার ১৩৯ জন। নমুনা পরীক্ষা হয়েছে ৬৯ লাখ ৩১ হাজার ১৫২টি। শনাক্তের হার ১৪ দশমিক ৫৬।
গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহীত হয়েছে ২৬ হাজার ২৩১টি, পরীক্ষা হয়েছে ২৭ হাজার ৮৮৪টি। শনাক্তের হার ৩১ দশমিক ৪৬। মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১২১ জন আর নারী ৬৪ জন। বিভাগ ভিত্তিক ঢাকায় ৭০ জন, চট্টগ্রামে ২০ জন, রাজশাহীতে ১৩ জন, খুলনায় ৫১ জন, বরিশালে ১০ জন, সিলেটে সাত জন, রংপুরে ১১ জন আর ময়মনসিংহে তিন জন। সরকারি হাসপাতালে ১৪৪ জন, বেসরকারি হাসপাতালে ২৮ জন, বাড়িতে ১২ জন মারা গেছেন। বাকি একজনকে হাসপাতালে আনা হয়েছে মৃত অবস্থায়।
এমকে