দেশে মেগা থেকে শুরু করে ছোট প্রজেক্ট- সব জায়গাই দুর্নীতি আর লুটপাটের মহৌৎসব চলছে বলে দাবি করেছে বিএনপি। বলেছে, এ যেন লুটপাটের স্বর্গরাজ্য। শনিবার রাজধানী ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন দাবি করে বসলেন দলটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
সব জায়গা বলতে ভূমি ও গৃহহীনদের জন্য আশ্রয়ণ প্রকল্প (‘প্রধানমন্ত্রীর উপহার’)’র ঘর নির্মাণ, কাবিখা, কাবিটা, কর্মসৃজন প্রকল্প, বিধবা-দুস্থ-বয়স্ক-প্রতিবন্ধী ভাতার কথা স্পষ্ট উল্লেখ করেছেন প্রিন্স। বলেন, সরকারি দলের লোকেরা লুটপাট ও দুর্নীতিতে জড়িয়ে পড়েছে। যারা গরিব মানুষের হক নিয়ে দুর্নীতি করে, তাদের দ্বারা জনকল্যাণ হতে পারে না। মহাদুর্নীতির মাধ্যমে অনুগত প্রশাসন দিয়ে দিনের ভোট রাতে ও জোর করে জনগণের কাঁধে বসা সরকার দ্বারা দুর্নীতি রোধ দূরের কথা, দেশ আজ দুর্নীতিবাজদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। দুর্নীতি, লুটপাট ও চাঁদাবাজিতে বিশেষত আশ্রয়ণ প্রকল্পের দুর্নীতি ও লুটপাটের সঙ্গে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে বিচার দাবি করা হয় সংবাদ সম্মেলনে।
এমকে