নারায়ণগঞ্জের রূপগঞ্জের সেজান জুসের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনাটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই মনিটর করছেন। এ দুর্ঘটনায় দায়ী কাউকে ছাড় দেয়া হবে না। শনিবার বঙ্গবন্ধু আদর্শ ফোরামের দেড়যুগ পূর্তির আলোচনা সভায় এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ।
ওবায়দুল কাদের জানান, এ দুর্ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট অনুযায়ী দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এ সময় কারখানাটিতে আগুনে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ ও স্বজন হারানো পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান ওবায়দুল কাদের।
সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু আদর্শ ফোরামের সভাপতি নাট্যজন আতাউর রহমান।বক্তব্য দেন- এফবিসিসিআই’র পরিচালক শমী কায়সার, কবি অসীম সাহা, সংগঠনের সাধারণ সম্পাদক বাদল চৌধুরী প্রমুখ।
প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকালে এ দুর্ঘটনায় ৫২ জনের প্রাণ হারানো খবর পাওয়া গেছে।সেজান জুস সজীব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হাসেম ফুড অ্যান্ড বেভারেজের একটি পণ্য।
এমকে