৫ কেজি গাঁজাসহ তিন যুবক আটক

০৭ ফেব্রুয়ারী ২০২২

কামরুজ্জামান শাহীন,ভোলা:

ভোলার সদর উপজেলায় ৫ কেজি গাঁজাসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (৭ ফেব্রুয়ারি) বিকালে কালুপুরের ইলিশা লঞ্চঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলো- মো. রুবেল (৩২), মো. কামরুল শেখ (২৯) ও মো. রাসেল (২৮)। রুবেলের বাড়ি ভোলা, কামরুল শেখের বাড়ি বাগেরহাট ও রাসেলের কুমিল্লা জেলায়। তারা আন্তঃজেলা মাদক কারবারী দলের সক্রিয় সদস্য বলে পুলিশ জানিয়েছে।

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. ফরিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রুবেল, কামরুল শেখ ও রাসেল নামের তিন যুবককে ৫ কেজি গাঁজাসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

 

এমকে

 

 

 

 

 


মন্তব্য
জেলার খবর