মন্তব্য
কোভ্যাক্স সুবিধার আওতায় ফাইজারের আরো ৬০ লাখ ডোজ করোনার টিকা আগামী আগস্ট মাসে দেশে আসবে। আর আগামী এক থেকে দেড় মাসের মধ্যে সব মিলে দেড় থেকে পৌনে দুই কোটি ডোজ টিকা আসবে। শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের টিকাদান কেন্দ্র পরিদর্শন শেষে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
আল্লাহর রহমতে দেশে টিকার সমস্যা কেটে গেছে উল্লেখ করে মন্ত্রী জাহিদ মালেক বলেন, ইতোমধ্যে কোভ্যাক্সের আওতায় ৪৫ লাখ টিকা এসেছে। চীন থেকেও টিকার বড় চালান আসছে, তাদের থেকে আমরা আরো টিকা পাব।
এমকে