চট্টগ্রামে পৌঁছলো ১ লাখ ৮৪ হাজার ডোজ টিকা

১১ জুলাই ২০২১

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামে দুই কোম্পানির মিলে ১ লাখ ৮৪ হাজার ডোজ কোভিড-১৯ ভ্যাকসিন এসে পৌঁছেছে রোববার সকালে। চতুর্থবারের মতো আসা এ চালানের মধ্যে আমেরিকার তৈরি মর্ডানা এমআরএনএ ১ লাখ ৫ হাজার ৬’শ ও সিনোফার্মের ৭৮ হাজার ৪’শ ডোজ ভ্যাকসিন রয়েছে। চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানিয়েছেন।

ডা. সেখ ফজলে রাব্বি আরো বলেন, মডার্নার টিকা শুধুমাত্র সিটি করপোরেশন এলাকার আওতায় থাকা সাধারণ মানুষের মাঝে প্রয়োগ করা হবে। সিনোফার্ম দেয়া হবে উপজেলা পর্যায়ে। সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই শাখায় এসব কোভিড-১৯ ভ্যাকসিন ওয়াক-ইন-কুলারে সংরক্ষণ করা রয়েছে। মডার্নার টিকা মাইনাস ১৫ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসে রাখতে হয়।

এদিকে আগামী সপ্তাহ থেকে ফের গণটিকাদান কার্যক্রম শুরু করতে টিকা প্রদানকারীদের প্রশিক্ষণ শুরু হয়েছে শনিবার থেকে। প্রতিটি টিকাদান কেন্দ্র থেকে ৮ জনকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

 

দিলীপ কুমার তালুকদার/এমকে

 


মন্তব্য
জেলার খবর