ফুফাতো বোনের সঙ্গে প্রাণ হারালো মামাতো বোনও

১১ জুলাই ২০২১

বগুড়া প্রতিনিধি:

বগুড়ার শেরপুরে পুকুরের পানিতে ডুবে যাওয়া ফুফাতো বোনকে বাঁচাতে গিয়ে ফুফাতো বোনের সঙ্গে মারা গেলো মামাতো বোন। রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা খানপুর ইউনিয়নের ভাটরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ভুক্তভোগীরা হলো- ভাটরা গ্রামেরই বাসিন্দা জাহিদুল ইসলামের মেয়ে জেমি খাতুন (১১) ও তার ফুফাতো বোন কাজিপুর উপজেলার বেলতোল গ্রামের সুমন মিয়ার মেয়ে মীম খাতুন (১২)। তারা দু’জনই স্থানীয় ভীমজানি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণীর শিক্ষার্থী ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার আগে গ্রামটির পুর্বপাড়ার নুরুল ইসলামের পুকুরে মামাতো ভাই আলিফ ও সাদিকের সঙ্গে গোসল করতে নামে তারা। মিম ও জেমি বেশি পানিতে গেলে ডুবে যায় মিম। এ সময় মীমকে বাচাঁতে গিয়ে ডুবে যায় জেমিও। পরে পরিবারের লোকজন তাদেরকে পানির নিচ থেকে মৃত অবস্থায় উদ্ধার করে।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, কারো কোন অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেয়া হয়েছে।

 

দীপক কুমার সরকার/এমকে

 


মন্তব্য
জেলার খবর