চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামে ৪ হাজার ৫২৫ পিস ইয়াবাসহ হাবিবুল ইসলাম (২৯) নামের এক ব্যক্তিকে আটক করেছে র্যাব।শনিবার বিকালে মহানগরীর শাহ আমানত সংযোগ সড়কের রাজবাড়ী কনভেনশন হলের সামনে র্যাবের চেকপোষ্ট থেকে তাকে আটক করা হয়। সাথে জব্দ করা হয়েছে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল। ইয়াবাগুলোর বাজার দর ১৩ লাখ ৫৮ হাজার টাকা।
হাবিবুল ইসলাম কক্সবাজার জেলার টেকনাফ থানার জালিয়া পাড়া গ্রামের আব্দুল করিমের ছেলে। সে দীর্ঘদিন ধরে সাংবাদিক পরিচয়ে কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন কৌশলে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করছিল বলে জানিয়েছে র্যাব।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসানো হয়। আটকের হেফাজতে থাকা কলেজ ব্যাগের ভেতর ইয়াবাগুলো পাওয়া যায়। তাকে বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
দিলীপ কুমার তালুকদার/এমকে