গত ২৪ ঘণ্টায় দেশে ২৩০ জন করোনা রোগী মারা গেছেন, নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১১ হাজার ৮৭৪ জনের। একক দিনের হিসাবে মৃত্যু ও শনাক্তের এ সংখ্যা এখন পর্যন্ত সর্বোচ্চ।রোববার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে সর্বোচ্চ সংখ্যক করোনা রোগী মারা যায় গত ৯ জুলাই, ২১২ জন।শনাক্ত হয় ৮ জুলাই, ১১ হাজার ৬৯১ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৩৩ জন আর নারী ৯৭ জন। করোনামুক্ত হয়েছেন ছয় হাজার ৩৬২ জন। শনাক্তের হার ২৯ দশমিক ৬৭। নমুনা সংগৃহীত হয়েছে ৩৯ হাজার ৮৬০টি, পরীক্ষা হয়েছে ৪০ হাজার ১৫টি।
স্বাস্থ্য অধিদফতরের হিসাবে, এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১০ লাখ ২১ হাজার ১৮৯ জনের। এর মধ্যে মারা গেছেন ১৬ হাজার ৪১৯ জন।সুস্থ হয়েছেন আট লাখ ৭৪ হাজার ৫০১ জন। নমুনা পরীক্ষা হয়েছে ৬৯ লাখ ৭১ হাজার ১৬৭টি। শনাক্তের হার ১৪ দশমিক ৬৫।
এমকে