কঠোরতা আরো বাড়াতে হবে

১২ জুলাই ২০২১

চলমান কঠোর বিধিনিষেধ অমান্যকারীদের আইনের আওতায় আনার ক্ষেত্রে কঠোরতা আরো বাড়াতে বলা হয়েছে। রোববার স্বাস্থ্য অধিদফতরের ভার্চুয়াল বুলেটিনে এ কথা বলেন অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন।

ডা. রোবেদ আমিন আরো বলেন, আগামী সপ্তাহের মধ্যেই করোনা পরিস্থিতি করুণ হয়ে যেতে পারে,সবাইকে বিপদে পড়তে হবে। তিনি বলেন, চলমান কঠোর বিধিনিষেধের মধ্যে জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হলে, তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হচ্ছে।

প্রসঙ্গত, করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে সারাদেশে এ বিধিনিষেধ আরোপ করেছে সরকার। বিধিনিষেধের মেয়াদকালে জরুরি সেবা সংশ্লিষ্টরা, পণ্যবাহী যান ও রিকশা বাদে খুব জরুরি প্রয়োজন ছাড়া কোনোভাবেই কেউ বাড়ির বাইরে যেতে পারবেন না। খুব জরুরি প্রয়োজনে বাইরে গেলেও মাস্ক সঠিকভাবে পরতে হবে। বিধিনিষেধ আরোপ সংক্রান্ত মন্ত্রিপরিষদের প্রজ্ঞাপনে এ নির্দেশনা স্পষ্ট করেই বলা হয়েছে।

এমকে


মন্তব্য
জেলার খবর