তাপমাত্রা বাড়তে পারে ২৪ ঘণ্টায়

০৭ ফেব্রুয়ারী ২০২২

আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা বেশ কিছুটা বাড়তে পারে। সেই সঙ্গে কিছু এলাকায় শৈত্যপ্রবাহ কেটে যেতে পারে। সোমবারও (৭ ফেব্রুয়ারি) দেশের রাজশাহী, পাবনা জেলা ও সীতাকুন্ড উপজেলাসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়েছে। পূর্বাভাসে এমনটাই জানিয়েছে সংশ্লিষ্টরা।

সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করেছে তেতুলিয়ায়, ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ১১টি অঞ্চলের তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে এবং আরও ১০টি অঞ্চলের তাপমাত্রা ১০ ডিগ্রির মধ্যেই আছে। বিভাগীয় শহরের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ঢাকায় ১২ দশমিক ৩, ময়মনসিংহে ১১ দশমিক ২, চট্টগ্রামে ১৩ দশমিক ৪, সিলেটে ১১ দশমিক ২, রাজশাহীতে ৯ দশমিক ২, রংপুরে ১০, খুলনায় ১২ দশমিক ৪ এবং বরিশালে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস বিরাজ করেছে।

আবহাওয়ার পূর্বাভাসে আরও জানানো হয়েছে, আকাশ আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর-পশ্চিমাঞ্চলসহ নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। বাকি এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভবনা আছে।

এমকে

 


মন্তব্য
জেলার খবর