মৃতদের দাঁত-চুল দিয়ে গয়না!

১২ জুলাই ২০২১

মৃতদের দাঁত-চুল দিয়ে গয়না তৈরি করছেন জ্যাকুই উইলিয়ামস। প্রিয় মানুষের স্মৃতি আগলে রাখতেই তার এই উদ্যোগ।

জ্যাকুই বলেন, প্রথম দিকে মৃতের দাঁত ও চুল ব্যবহার করেই গয়না তৈরি করতাম। তবে এখন ক্রেতা যেরকমভাবে বলেন, সেটাই করে দেই। 

 জ্যাকুইয়ের তৈরি করা এই গয়নাগুলো অনেকে গায়ে পরেন। অনেকে শুধুই কাচের আলমারিতে রেখে দেন প্রিয় মানুষের স্মৃতিচিহ্ন হিসেবে। 

ডেইলি স্টার


মন্তব্য
জেলার খবর